নয়াদিল্লি: আনুষ্ঠানিক ঘোষণার আগেই কীভাবে কর্নাটকের বিধানসভা ভোটের দিন ফাঁস হয়ে গেল তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করল নির্বাচন কমিশন। এই ঘটনায় নিয়ে ইতিমধ্যেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজনৈতিক দলগুলি। কংগ্রেসের পর সিপিআই, সিপিএম এবং তৃণমূলের মতো দলগুলি এই ঘটনা নিয়ে সরব হয়েছে। সিপিআই বলেছে, কীভাবে বিজেপির আইটি শাখার প্রধান আগেই ভোটের দিন জানতে পারলেন, তার জবাব কমিশনকে দিতে হবে। সিপিআই নেতা ডি রাজা বলেছেন, আশা করছি আমাদের গণতন্ত্র এতটা দুর্বল হয়ে যায়নি। নাহলে বিজেপি হয়ত ভোটের ফলাফলও ঘোষণা করতে শুরু করবে। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, সমস্ত সংস্থাকে ব্যবহার এবং অপব্যবহার করা হচ্ছে। সবকটিই বিজেপির প্রতিষ্ঠান হয়ে উঠছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ট্যুইট- নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং দেশের গণতন্ত্রের পবিত্রতা প্রশ্নের মুখে। নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফেরাতে বিজেপির দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। উল্লেখ্য,   নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই ট্যুইটারে কর্নাটক বিধানসভার ভোট ও গণনার দিন জানিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত কর্নাটকের ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই মালব্য ট্যুইট করে জানান যে, 'ভোট গ্রহণ করা হবে ১২ মে এবং গণনা হবে ১৮ মে'। মালব্যর এই ট্যুইটের পরিপ্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, কমিশন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। রাওয়াত বলেছেন, কিছু বিষয় ফাঁস হয়ে থাকতে পারে। কমিশন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। মালব্যর ট্যুইট সম্পর্কে জিজ্ঞাসা করে হলে রাওয়াত বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। আইনি ও প্রশাসনিকভাবে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলেও মুখ্য নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন। রাওয়াত অবশ্য বলেছেন, ভোটের দিন সঠিক হলেও মালব্য ভোট গণনার যে দিন জানিয়েছিলেন তা সঠিক নয় । ভোট গণনা হবে ১৫ মে। বিতর্কের পরিপ্রক্ষিতে মালব্য তড়িঘড়ি ট্যুইটটি ডিলিট করে দেন। মালব্যর এই ট্যুইট সম্পর্কে প্রতিক্রিয়ায় কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার ট্যুইট- 'বিজেপি সুপার নির্বাচন কমিশন হয়ে উঠছে। তারা নির্বাচন কমিশনের আগেই কর্নাটকের ভোটের দিন ঘোষণা করে দিচ্ছে। পরীক্ষায় মুখে পড়ে গিয়েছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা। কমিশন কি এখন বিজেপি সভাপতি অমিত শাহকে নোটিশ জারি করবে এবং কমিশনের গোপন তথ্য ফাঁস করার দায়ে বিজেপির আইটি শাখার প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে?'