নয়াদিল্লি: বিরোধী দলগুলি যখন ৮ নভেম্বর নোট বাতিলের প্রথম বর্ষপূর্তিতে কালাদিবস পালন করার ডাক দিয়েছে, তখন পাল্টা এই দিনটিকে কালো টাকা-বিরোধী দিবস হিসেবে পালন করার কথা জানিয়ে দিল বিজেপি। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ঘোষণা করেছেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, এই অনুষ্ঠানটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি দলের নেতারাও টাকা-বিরোধী অনুষ্ঠানে হাজির থাকবেন।


১৮টি বিরোধী দল একযোগে জানিয়ে দিয়েছে, ৮ নভেম্বর কালাদিবস পালন করা হবে। গতকাল বিরোধী সমন্বয় কমিটির যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তকে ‘শতাব্দীর কেলেঙ্কারি’ হিসেবে কটাক্ষ করেন। তিনি বলেন, 'আমরা ৮ নভেম্বর কালো দিবস হিসেবে পালন করছি।'

নোট বাতিলকে এনডিএ সরকারের ‘সবচেয়ে বাজে এবং তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, ১৮টি রাজনৈতিক দল এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রত্যেক রাজ্যে নিজ নিজ ভাবে প্রতিবাদে সামিল হবে এই ১৮টি দল। মোদী সরকারকে আক্রমণ করে গুলাম নবি দাবি করেন, সরকারের এই সিদ্ধান্ত মানুষকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বে কোথাও এমন হয়নি যে, সরকারের নীতির জন্য মানুষ মারা গিয়েছে। গুনাম নবির পাশে বসা জেডিইউ-বিক্ষুদ্ধ নেতা শরদ যাদব বলেন, প্রত্যেক রাজ্যে স্থানীয় নামেই পালিত হবে এই কালা দিবস।

তৃণমূল কংগ্রেসও নোট বাতিল নিয়ে বিজেপি-র বিরুদ্ধে সরব। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, তাঁরা পশ্চিমবঙ্গে ‘কালো দিবস’ পালন করবেন। তাঁর মতে, গত বছর ৮ নভেম্বর যে কেলেঙ্কারি হয়েছিল, আধুনিক ভারতের ইতিহাস তা মনে রাখবে। ডেরেক দাবি করেন, সময়ে সময়ে তাঁরা সরকারের সামনে এই নীতি সংক্রান্ত বিভিন্ন সংশয় ও প্রশ্ন তুলে ধরেছিলেন। কিন্তু, সরকার সেই আশঙ্কা দূর করতে পারেনি।

নোট বাতিল নিয়ে দেশজুড়ে বিরোধী দলগুলির এই আক্রমণের মোকাবিলা করার জন্যই পাল্টা কর্মসূচির কথা ঘোষণা করল বিজেপি।