নয়াদিল্লি: প্রথমে টুজি স্পেকট্রাম, তারপর আদর্শ কেলেঙ্কারি মামলা। পরপর দু’দিন আদালতের রায়ে স্বস্তি পাওয়ার পর বিজেপি-কে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দলীয় সভাপতি হওয়ার পর প্রথমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে পৌরোহিত্য করলেন রাহুল। বৈঠক শেষে বিশেষ সিবিআই আদালতের রায়কে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনলেন তিনি। কংগ্রেস সভাপতি বলেন, ‘বিজেপি-র গোটা কাঠামোটাই মিথ্যার উপর দাঁড়িয়ে। গুজরাতে মোদী মডেল ছিল মিথ্যা। মানুষের সঙ্গে যখন কথা বলেছি, তাঁরা বলেছেন, কোনও মডেলই নেই। আসলে যেটা হচ্ছে, বিজেপি তাঁদের সম্পদ চুরি করে নিচ্ছে। মোদী মডেল, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা, নোট বাতিল বা গব্বর সিংহ ট্যাক্স, সবটাই মিথ্যা।’
বিজেপি সভাপতি অমিত শাহের পুত্র জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর নীরব থাকা এবং রাফালে যুদ্ধবিমানের চুক্তি নিয়েও আজ বিজেপি-কে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘এক এক করে বিজেপি-র মিথ্যা সামনে চলে আসছে। প্রথমে অমিত শাহের ছেলে মাত্র তিন মাসে ৫০,০০০ টাকাকে ৮০ কোটিতে পরিণত করলেন। প্রধানমন্ত্রীর এ বিষয়ে কিছুই বলার নেই। দ্বিতীয়ত, রাফালে চুক্তি বদল করা হল। একজন শিল্পপতি সুবিধা পেলেন। আমরা প্রধানমন্ত্রী মোদীকে তিনটি প্রশ্ন করেছিলাম। কিন্তু তিনি একটারও জবাব দিতে পারেননি।’
বিজেপি-র ভিত্তিই মিথ্যার উপর প্রতিষ্ঠিত, তোপ রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Dec 2017 09:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -