নয়াদিল্লি : বিহারে বিধানসভা ভোটে বিজেপির নির্বাচনী ইস্তেহারে ভ্যাকসিন প্রতিশ্রুতিতে ভঙ্গ হয়নি আদর্শ আচরণবিধি। তথ্য জানার অধিকারে দাখিল করা প্রশ্নে এমনই উত্তর জানাল নির্বাচন কমিশন।
ক্ষমতায় এলে বিনামূল্যে বিহারের সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তাদের প্রকাশিত নির্বাচনী ইস্তেহারের সর্বপ্রথম প্রতিশ্রুতিই যেটি। ইস্তেহার প্রকাশের কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলনে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও যে প্রতিশ্রুতি বাস্তবায়িত করার কথা বলেন।
কিন্তু এহেন প্রতিশ্রুতি নিয়েই বাঁধে গোল। সাকেথ গোখলে নামের এক সমাজকর্মী তথ্য জানার অধিকারে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন এই প্রতিশ্রুতি কী আদর্শ নির্বাচন বিধিভঙ্গ করে না ? যার উত্তরে নির্বাচন কমিশন জানিয়েছে, না কোনওরকম আদর্শ নির্বাচনবিধিভঙ্গ লক্ষ্য করা যায়নি।
জানা যাচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম বলছে, যে সমস্ত প্রতিশ্রুতি জনস্বার্থের কথা ভেবে জানানো হয় এবং যা রক্ষা করা বাস্তবোচিতভাবে সম্ভব সেরকম ক্ষেত্রে ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়াতে কোনও বাধা নেই। সেক্ষেত্রে ভঙ্গ হয় না আদর্শ আচরণ বিধিও। তাই সেই নিয়মের অধীনে আদর্শে আচরণবিধির সাত নম্বর অংশের বিধি বিবেচনা করলে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি আদর্শ আচরণবিধি ভঙ্গ করে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভ্যাকসিন প্রতিশ্রুতিতে হয়নি বিধিভঙ্গ, কারণ জানাল নির্বাচন কমিশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 05:18 PM (IST)
যে সমস্ত প্রতিশ্রুতি জনস্বার্থের কথা ভেবে জানানো হয় এবং যা রক্ষা করা বাস্তবোচিতভাবে সম্ভব সেরকম ক্ষেত্রে ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়াতে কোনও বাধা নেই।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -