নয়াদিল্লি: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মেগা জয় পেয়েছে তাঁর দল। মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পর অনেকেই তাঁকে দেখছেন সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে।

গোবলয়ের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যে পদ্ম ফোটায় উচ্ছ্বসিত রাজনাথ বলেছেন, এই জয় স্রেফ জয় নয়, মেগা জয়। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে দলের সাফল্যে পরিষ্কার, বিজেপি দেশের রাজনৈতিক চালচিত্র বদলে দিয়েছে। এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়, তাঁর নেতৃত্বের জয়, সুশাসনের প্রতি দলীয় অঙ্গীকারের জয়। দলীয় সভাপতি অমিত শাহের সাংগঠনিক দক্ষতা ও সাধারণ কর্মীদের কঠোর পরিশ্রম এই জয় এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।