লখনউ: যারা রাজনৈতিক সৌজন্য ভুলে অসংসদীয় ভাষা ব্যবহার করে, গুজরাত ও হিমাচল প্রদেশের ভোটের ফল তাদের শিক্ষা দিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন এ কথা।
এই দুই রাজ্যে বিজেপির জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিতে মানুষের সিলমোহর বলে মন্তব্য করেছেন তিনি।
যোগী বলেছেন, যারা রাজনৈতিক সৌজন্য ভুলে অসংসদীয় ভাষায় কথা বলেছে, তাদের উচিত শিক্ষা দিয়েছেন মানুষ। প্রধানমন্ত্রীর ওপর যারা প্রশ্নচিহ্ন তুলেছিল, তারা এবার তাঁর নেতৃত্ব মেনে নিতে বাধ্য হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, উত্তরপ্রদেশবাসীর হয়ে তাঁরা প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই জয় আর্থিক সংস্কারের জয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ নিজের পায়ে আর্থিকভাবে দাঁড়িয়েছে। কংগ্রেসকে আক্রমণ করে তাঁর মন্তব্য, হিমাচলের মত কংগ্রেসের অন্যান্য গড়ও এবার ছিনিয়ে নেবেন তাঁরা। নিজেকে পৈতেধারী ব্রাহ্মণ আখ্যা দিয়ে রাহুল গাঁধী জাতপাতবাদী, বিভেদমূলক ও ঘৃণ্য মানসিকতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
গুজরাত-হিমাচলে বিজেপির ফল প্রধানমন্ত্রীর নীতির জয়, বললেন যোগী আদিত্যনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Dec 2017 02:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -