নয়াদিল্লি: শনিবার থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে বিজেপি-র ‘পরিবর্তন যাত্রা’। প্রথম যাত্রা শুরু সাহারানপুর থেকে। দ্বিতীয় যাত্রা শুরু রবিবার ঝাঁসি থেকে। সোম ও মঙ্গলবার যথাক্রমে শোনভদ্র ও বালিয়া থেকে তৃতীয় ও চতুর্থ যাত্রা শুরু হবে। ১৭ হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে ২৪ ডিসেম্বর লখনউয়ে শেষ হবে এই যাত্রা। বিজেপি সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী কলরাজ মিশ্র চারটি যাত্রারই সূচনা অনুষ্ঠানে হাজির থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সাহারানপুর ছাড়া বাকি তিন জায়গায় থাকবেন।

আজ ১৯২ দিনের নির্বাচনী প্রচারের বিস্তারিত পরিকল্পনার কথা জানানো হয়েছে বিজেপি-র পক্ষ থেকে। জাতীয় স্তরের নেতাদের নিয়ে ৩০টি সভা আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬টি আঞ্চলিক সভায় বক্তৃতা দেবেন। রাজ্যের গেরুয়া শিবিরের দুই প্রধান মুখ রাজনাথ ও কলরাজ ১০টি করে সভায় বক্তৃতা দেবেন। বিজেপি সভাপতি ১০টি সভায় বক্তৃতা দেবেন। উমা ভারতী ৬টি সভায় বক্তৃতা দেবেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে চমকপ্রদ সাফল্য পেয়েছিল বিজেপি। মোদী-ঝড়ে ৮০টি আসনের মধ্যে ৭১টি আসনই পেয়েছিল বিজেপি। এবার বিধানসভা নির্বাচনেও সেই সাফল্য ধরে রাখতে মরিয়া কেন্দ্রের শাসক দল। সেই কারণে এনডিএ-র দুই দলিত মুখ রামবিলাস পাসোয়ান ও রামদাস আঠাওয়ালে এবং উপেন্দ্র কুশওয়াহাকে ‘পরিবর্তন যাত্রা’-য় সামিল করা হচ্ছে।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করেন, গত ১৫ বছরে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির শাসনে দুর্নীতি, অনুন্নয়ন এবং আইন-শৃঙ্খলা না থাকার ফল ভুগেছে উত্তরপ্রদেশ। উন্নয়নের জন্য তাই বিজেপি সরকার চাই।