উত্তরপ্রদেশে বিজেপির জয় হল অযোধ্যায় রাম-মন্দির নির্মাণে মানুষের সমর্থন: আরএসএস
Web Desk, ABP Ananda | 13 Mar 2017 04:23 PM (IST)
নাগপুর: উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের অর্থ হল অযোধ্যায় রাম-মন্দির নির্মাণের পক্ষে জনসমর্থন। এমনটাই মনে করছে রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ বা আরএসএস। সংগঠনের তাত্ত্বিক নেতা এম জি বৈদ্য জানান, নির্বাচনী ইস্তাহারে বিজেপি অযোধ্যায় রাম-মন্দির নির্মাণের উল্লেখ করেছিল। মানুষ বিজেপিকে জিতিয়ে সেই দাবিকে সমর্থন করেছেন। বৈদ্য যোগ করেন, ইলাহাবাদ হাইকোর্ট স্বীকার করেছে, ওই বিতর্কিত জায়গায় একটা মন্দির ছিল। আর খোঁড়াখুঁড়ি করে তার ধ্বংসাবশেষও মিলেছে। তাঁর মতে, সুপ্রিম কোর্ট যদি বিষয়টির নিষ্পত্তি করতে অসমর্থ হয়, তাহলে কেন্দ্রের এনডিএ সরকারের উচিত অযোধ্যায় রাম-মন্দির নির্মাণের জন্য আইন প্রণয়ন করা।