মুম্বই: বৃহন্মুম্বই পুরসভা সহ মহারাষ্ট্রজুড়ে পুর নির্বাচনে বিজেপির বড়সড় সাফল্যের কারণ হিসাবে স্বচ্ছতা, নোট বাতিলের কথা বললেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ।
পুরভোটে দলের প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। ভোটের ফল বেরনোর পর দেখা যাচ্ছে, বিজেপি বৃহন্মুম্বই পুরসভায় হাড্ডাহাড্ডি লড়ে শিবসেনার থেকে মাত্র কয়েকটি আসন পিছিয়ে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, শিবসেনা ৮৪টি আসন পেয়েছে, বিজেপির ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। পাশাপাশি পুণে, নাসিক, উলহাসনগর, আকোলা, নাগপুর, অমরাবতী-১০টি পুরসভার মধ্যে এই ৬টিতে ক্ষমতায় আসছে। উলহাসনগর পুরনিগমেও ভাল ফল করছে তারা। এনসিপি-র সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও পিম্পরি চিঞ্চওয়াড়ের ফলে বিজেপির ভিত্তি সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সাফল্যের হাওয়া বইছে।


মুখ্যমন্ত্রীর অভিমত, সামগ্রিক ফল থেকেই স্পষ্ট, মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত ও মহারাষ্ট্র সরকারের কাজকর্মে স্বচ্ছতা, দায়বদ্ধতাকে সিলমোহর দিয়েছেন। ফঢ়নবিশ বলেছেন, আমাদের নীতি স্বচ্ছতা, আস্থা-বিশ্বাসের ভিত্তিতে তৈরি। মানুষ যে আমাদের রাজ্য শাসনের স্টাইলকে সমর্থন করেছেন, ভোটের ফল থেকেই স্পষ্ট। গত ২৫ বছরে আর কোনও দল এমন দারুন ফল করতে পারেনি। বিএমসি-র ভোটে আমরা বিরাট সাড়া পেয়েছি। আমাদের স্বচ্ছতা, দায়বদ্ধতার এজেন্ডায় ভরসা রেখেছেন মানুষ। সর্বোপরি এই ফল নোট বাতিলের জয়। নোট বাতিলের লক্ষ্য ছিল দুর্নীতি, কালো টাকার অবসান। মোদীজীর শাসনে মানুষ আস্থা রাখেন, এটাই প্রমাণ হল।
বিএমসি-তে শেষ পর্যন্ত কী হবে, তা বিজেপির কোর কমিটিই ঠিক করবে বলে জানান মুখ্যমন্ত্রী।