বেঙ্গালুরু: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে ‘বাচ্চা’ বলে কটাক্ষ করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদ্দুরাপ্পা।


বিজেপি নেতা ইয়েদুরাপ্পা জানান, তিনি নিশ্চিত আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল ১৫০-র বেশি আসন জিতবে। কারণ, কংগ্রেসের হয়ে প্রচারের দায়িত্ব নিয়েছেন একজন ‘বাচ্চা’। তিন বলেন, কর্নাটকে ওই বাচ্চা আসার পর আমরা নিশ্চিত ১৫০-র বেশি আসনে জিতব। প্রসঙ্গত, গত ডিসেম্বরে কংগ্রেস সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন রাহুল গাঁধী।


নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ বাড়ছে। সম্প্রতি, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেন, ‘দুর্নীতি’ ও ‘মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া’ সমার্থক। পাল্টা, অমিত শাহ ও ইয়েদুরাপ্পাকে ‘জেল খাটা’ বলে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, একজন যিনি জেলে গিয়েছেন, তিনি এমন একজনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছেন, যিনিও জেল খেটেছেন।


প্রসঙ্গত, সোহরাবউদ্দিন শেখ ভুয়ো এনকাউন্টার মামলায় ২০১০ সালে জেলে ছিলেন অমিত শাহ। অন্যদিকে, জমি কেলেঙ্কারির অভিযোগে ইয়েদুরাপ্পাকেও জেলে থাকতে হয়েছিল।