আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মন্দিরের জন্য জমি চাই, ১৫ দিন সময়, না পেলে নিজেরাই নির্মাণ শুরু করবেন, ঘোষণা বিজেপি যুবশাখার নেতার
Web Desk, ABP Ananda | 08 Feb 2019 05:15 PM (IST)
আলিগড়: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) চত্বরে মন্দির তৈরির জন্য জমির দাবি। বিজেপির যুবশাখা ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি মুকেশ সিংহ লোধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারিক মনসুরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, ১৫ দিনে এই দাবি না মিটলে তাঁরাই সেখানে কোনও দেবদেবীর মূর্তি বসিয়ে পছন্দসই জায়গায় মন্দির নির্মাণ শুরু করে দেবেন। এএমইউয়ের হিন্দু পড়ুয়াদের পূজা-প্রার্থনায় অসুবিধা হচ্ছে বলে দাবি করেছেন লোধি। এএমইউ স্টুডেন্টস ইউনিয়নের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিজেপি যুবনেতার হুমকির উদ্দেশ্য এলাকার শান্তি নষ্ট করে সাধারণ নির্বাচনের আগে ভোটারদের ধর্মীয় মেরুকরণ করা। ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ফৈজুল হাসান সংবাদ সংস্থাকে বলেছেন, এর মধ্যে ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তির কোনও ব্যাপার নেই। কেননা বিশ্ববিদ্যালয়ের আশপাশেই বেশ কিছু মন্দির আছে। বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনও এমন ইস্যু ওঠেনি। সব পড়ুয়ার ধর্মীয় আবেগকে সম্পূর্ণ শ্রদ্ধা করি আমরা। তাদের প্রকৃত দাবিদাওয়ার প্রতি সবসময় আমরা যত্নবান। তবে গত চার বছর ধরে এএমইউয়ের ঘটনাবলী সম্পর্কে অবগত যে কেউ এটা বলবেন যে, এই হুমকি স্রেফ অবিশ্বাস, বিভেদ ছড়ানো, বিভেদকামী শক্তির হাত শক্ত করতে আমাদের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের বদনাম করার আরেকটা প্রয়াস। প্রসঙ্গত, দুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সেখানে ভর্তির ক্ষেত্রে দলিতদের জন্য সংরক্ষণ না দেওয়ার অভিযোগে এএমইউ কর্তৃপক্ষকে কাঠগড়ায় তোলেন।