লখনউ: প্রধানমন্ত্রীর ডিজিটাল লেনদেনের উদ্যোগের সমর্থনে ১৫ লক্ষ তরুণকে ভিম অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেবে বিজেপির যুব মোর্চা (বিজেওয়াইএম)-এর কর্মীরা। যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী এ কথা জানিয়ে বলেছেন, আগামী ৮ এপ্রিল এই প্রশিক্ষণ কর্মসূচী শুরু হবে, চলবে বাবাসাহেব ভীমরাও আম্বেডকরের জন্মদিন ১৪ এপ্রিল পর্যন্ত।
আর্থিক লেনদেনের জন্য ভারত ইন্টারফেস ফর মানি (ভীম) মোবাইল অ্যাপটি তৈরি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ভিত্তিক এই অ্যাপটি গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ডিজি ধন মেলায় চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নগদহীন লেনদেনের বৃদ্ধির লক্ষ্যেই চালু হয়েছিল এই অ্যাপ।
১৫ লক্ষ তরুণকে ভীম অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেবে বিজেপির যুব মোর্চা
ABP Ananda, web desk
Updated at:
10 Apr 2017 04:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -