কালো টাকা? উত্তরপ্রদেশের বেরিলিতে মিলল ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোট
ABP Ananda, web desk | 09 Nov 2016 08:53 PM (IST)
লখনউ: উত্তরপ্রদেশের বেরিলিতে ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোট পাওয়া গিয়েছে বলে জানাল পুলিশ। সূত্রের খবর, বেরিলির সি বি গঞ্জের পার্সা খেদা রোডের একটি কোম্পানির কর্মচারীরা বস্তায় ভরে ওই পোড়া নোটগুলি নিয়ে এসে ফেলে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নোটগুলি কাটাছেঁড়া করে পোড়ানো হয়েছে। পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। পুলিশ পোড়া নোটগুলি নিয়ে গিয়েছে এবং এই ঘটনার ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকদের জানানো হয়েছে। উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। তারপরই পোড়া নোট খুঁজে পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।