বিদেশে পাঠিয়ে কালো টাকা সাদা করা হয়েছে, জেরায় স্বীকারোক্তি পরশমল লোঢার
ABP Ananda, web desk
Updated at:
30 Dec 2016 11:00 AM (IST)
নয়াদিল্লি: নোটকাণ্ডে কলকাতার ব্যবসায়ী পরশমল লোঢাকে জেরায় মিলল বিস্ফোরক তথ্য। এই প্রথমবার প্রকাশ্যে এল নতুন নোটে বিদেশ-যোগ। জেরায় পরশমল জানিয়েছেন, দুবাই ও হংকংয়ে পাঠিয়ে কালো টাকা সাদা করা হয়েছে। হংকংয়ে সক্রিয় হাওয়ালা কারবারিরা। তাদের মাধ্যমে ২০ কোটি টাকা সাদা করেছেন পরশমল লোঢা। ইডি সূত্রে খবর, জেরায় এই তথ্য জানিয়েছেন কলকাতার ব্যবসায়ী। এই কারবারে ব্যাঙ্ককর্মীদের একাংশ জড়িত বলে দাবি ইডি-র তদন্তকারীদের। চেন্নাই থেকে ধৃত দুই ব্যাঙ্ককর্মীও একাজে লোঢাকে সাহায্য করত বলে ইডি-র দাবি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -