হায়দরাবাদ: এবার নোট বাতিলের সমালোচনায় সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংবাদিক অরুণ শৌরি। অটল বিহারী বাজপেয়ী জমানার এই মন্ত্রী বলেছেন, কালো টাকা তো বিদেশে রয়েছে। তাহলে নোট বাতিল করে কীভাবে কালো টাকা উদ্ধার করা সম্ভব হবে?
হায়দরাবাদ লিটারারি ফেস্টিভ্যালে বক্তব্য রাখতে গিয়ে শৌরি বলেছেন, যার কাছে কালো টাকা রয়েছে তিনি কী তা ভারতীয় মুদ্রায় জমিয়ে রেখেছেন? যাঁদের কালো টাকা রয়েছে তাঁরা তা দেশের বাইরে তা রেখেছেন। তাঁরা বিদেশে কোম্পানি, জমি-জায়গা কিনে রেখেছেন। ডেঙ্গু মশা সুইতজারল্যান্ডে উড়ছে, আর এখানে লাঠি হাতে ঘুরলে কি কোনও ফল হবে?
নোট বাতিলের সিদ্ধান্ত সাধারণ মানুষের সমর্থন রয়েছে বলে কেন্দ্র তথা বিজেপির দাবি। এ প্রসঙ্গে শৌরি বলেছেন, কিছু মানুষের সমর্থন মিললেই কোনও ধারনা বৈধ হয়ে যায় না। নোট বাতিলের ভালো-মন্দ সম্বন্ধে সাধারণ মানুষের সঠিক ধারনা নেই। তাঁদের জানা নেই, এই সিদ্ধান্ত কালো টাকার বিরুদ্ধে, না আরও বেশি কালো টাকা তৈরি করবে।
কালো টাকা দেশে নেই, রয়েছে বিদেশে, নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনায় শৌরি
ABP Ananda, web desk
Updated at:
29 Jan 2017 07:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -