চণ্ডীগড়: হরিয়ানায় চলন্ত বাসে বিস্ফোরণ, জখম ১৫। এনিয়ে এবছর চতুর্থবারের জন্যে বিস্ফোরণ ঘটল হরিয়ানায়।
সকাল ১১টার একটু আগে হরিয়ানার ফতেহাবাদ জেলায় চলন্ত বাসে বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের পিছনে একটি বিস্ফোরক ভর্তি কালো ব্যাগ রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরণে সালফার জাতীয় কিছু পদার্থ ব্যবহার করা হয়েছে। মূলত, এধরনের জিনিষ বাজী তৈরিতে ব্যবহার করা হয়।
ঘটনাস্থলে পৌঁছে গেছেন জেলার পদস্থ পুলিশ আধিকারিক, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং পুলিশের অপরাধদমন শাখার একটি দল। গত মাসেই হরিয়ানার কুরুক্ষেত্রে পাবলিক বাসে এই একই ধরনের বিস্ফোরণে আট জন জখম হয়।পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ নাশকতার সন্ধান পায়। ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
প্রসঙ্গত, এবছর জানুয়ারি এবং মার্চ মাসেই কম তীব্রতার দুটি বিস্ফোরণ ঘটে হরিয়ানার পানিপথে প্যাসেঞ্জার ট্রেনে। যদিও সেই ঘটনায় হতাহতের কোনও খবর ছিল না।
হরিয়ানায় চলন্ত বাসে বিস্ফোরণ, জখম ১৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2016 07:58 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -