দেবস(মধ্যপ্রদেশ): ২০ বছর ধরে ভিক্ষা করে ৯৮,০০০ হাজার টাকা জমিয়েছিলেন মধ্যপ্রদেশের দেবস জেলার সিয়া গ্রামের বাসিন্দা সীতারাম। সীতারাম চোখে দেখতে পান না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় সারা জীবনের সঞ্চয় বন্ধুর কাছে জমা রাখতে দিয়েছিলেন। সবটাই পাঁচশ, হাজার টাকার নোট।
কিন্তু প্রধানমন্ত্রীর পাঁচশ, হাজার টাকার নোট বাতিলের ঘোষণার পরই অথৈ জলে পড়েছেন তিনি। যে বন্ধুর কাছে টাকা রেখেছিলেন, তিনি সব টাকা ফেরত দিয়ে গেছেন। কী করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না অন্ধ সীতারাম। আপাতত তাঁর একটাই ভরসা স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এই দুর্দশার কথা জানিয়ে তাঁদের সাহায্য চেয়েছেন তিনি। সীতারামকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা ভাবছেন তাঁরা।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, পাঁচশ, হাজার নোটের ৯৮০০০ টাকা নিয়ে কী করবে? বিপাকে অন্ধ ভিখারি
Web Desk, ABP Ananda
Updated at:
11 Nov 2016 06:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -