লখনউ: উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির আরও এক বিধায়কদের পদত্যাগ। বিধান পরিষদের সদস্য অশোক বাজপেয়ী আজ পদত্যাগ করলেন। তিনি বলেছেন, ‘মুলায়ম সিংহ যাদবের প্রতি যে ব্যবহার করা হয়েছে, তাতে আমি বিরক্ত। তাঁকে অবহেলা করছে দল। আমরা এখন দলকে শক্তিশালী করার জন্য কাজ করছি না। প্রবীণ নেতাদের উপেক্ষা করা হচ্ছে। এর ফলে যে বার্তা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে।’


সম্প্রতি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির তিন বিধায়ক পদত্যাগ করেন। অশোক পদত্যাগ করার ফলে পদত্যাগী বিধায়কের সংখ্যা বেড়ে হল চার। এর আগে পদত্যাগ করা তিন বিধায়কই বিজেপি-তে যোগ দিয়েছেন। অশোকও সেই পথেই হাঁটতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত ২৯ জুলাই বিজেপি সভাপতি অমিত শাহ উত্তরপ্রদেশ সফরে যাওয়ার পর থেকে সপা-র চার এবং বহুজন সমাজ পার্টির এক বিধায়ক পদত্যাগ করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ পাঁচ মন্ত্রী বিধানসভা বা বিধান পরিষদের সদস্য নন। তাঁদের নির্বাচিত হতে হবে। তার ঠিক আগে বিরোধী দলগুলির পাঁচ বিধায়কের পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।