গুয়াহাটি: গুয়াহাটিতে হাত গভীরভাবে কেটে ফেলে হাসপাতালে ভর্তি হয়েছে ২ টিনএজার। কামরূপ জেলা প্রশাসন ব্লু হোয়েলের নেশা থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে একটি কমিটি তৈরি করেছে।
গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, ওই দুই কিশোরের বয়স ১৬-১৭ বছর। মনোরোগ বিভাগে তাদের ভর্তি করা হয়েছে, কাউন্সেলিং চলছে তাদের। তারা দ্রুত সুস্থ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন তিনি।
আত্মহত্যার প্রবণতা দেখে এই কিশোরদের অভিভাবকরা বিষয়টি পুলিশে জানান। এরপর তাদের ভর্তি করা হয় হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিঃসঙ্গতায় ভোগা কিশোর কিশোরীরাই মূলত ব্লু হোয়েলের শিকার। এদের কোনও নেশার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বেশি, তা সে ড্রাগ, অ্যালকোহলই হোক বা এই ধরনের গেম।
এ ধরনের নেশা থেকে ছেলেমেয়েদের বাঁচাতে বাবা মা, শিক্ষক শিক্ষিকা, সমাজ- সবাইকে এগিয়ে আসতে হবে। তা ছাড়া এই গেমের ছবি বারবার দেখালে ও যারা খেলেছে তাদের অভিজ্ঞতা প্রকাশ করলে এই গেমে অনাগ্রহীরাও একটা সময় এতে আগ্রহী হয়ে পড়বে। তারাও শুরু করবে ব্লু হোয়েল খেলতে।
পরিস্থি্তি দেখে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও সরকারি আধিকারিকদের নিয়ে একটি কমিটি তৈরি করেছে কামরূপ জেলা প্রশাসন। ব্লু হোয়েল সম্পর্কে জেলায় সচেতনতা ছড়ানোর কাজ করবে তারা।
ব্লু হোয়েল বিভীষিকা: গুয়াহাটিতে হাসপাতালে ভর্তি ২ অপ্রাপ্তবয়স্ক, তৈরি হল মনিটরিং কমিটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2017 03:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -