লখনউ: আরও একটা প্রাণ কাড়ল ব্লু হোয়েল চ্যালেঞ্চ। অনলাইনে মারণ এই গেমের বলি এবার উত্তরপ্রদেশের শামলি জেলার ১২ বছরের এক কিশোর। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে সে। গত বৃহস্পতিবার আত্মহত্যার ঘটনা ঘটলেও এর কারণ জানা গিয়েছে শুক্রবার। শামলি জেলার খান্ধলার আলুম গ্রামের নিশান্ত হীরা অকাদেমীর সম্পত শ্রেণীর পড়ুয়া।
গত বৃহস্পতিবার বিকেলে কয়েকজন গ্রামবাসী নিশান্তের মৃতদেহ দেখতে স্থানীয়দের খবর দেন। এরপর নিশান্তের বাবা বিনোদ কুমার ছেলের দেহ শনাক্ত করেন। অস্বাভাবিক মৃত্যু ঘটনা হওয়ায় নিশান্তের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গত শুক্রবার দেহ বাড়ির লোকজনের হাতে তুলে দেওয়া হয়। শেষকৃত্যও সম্পন্ন হয়।
এরপরই নিশান্তের দুই বন্ধু জানায় যে, গত কয়েকদিন ধরে তারা ব্লু হোয়েল গেম খেলছিল। ওই দুজনের মধ্যে একজনের কাছে একটি অতিরিক্ত অ্যান্ড্রয়েড ফোন ছিল। সেই ফোনটি সে নিশান্তকে গেম খেলার জন্য দিয়েছিল।
তিনজনের মধ্যে একজন ২৮ তম ও অন্যজন ২৩ তম পর্যায়ে ছিল। কিন্তু নিশান্ত ৪৯ তম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ওই পর্যায়ে নিশান্তকে যে টাস্ক দেওয়া হয়েছিল তাতে টোপ দেওয়া হয়েছিল যে, যদি সে ট্রেনের সামনে ঝাঁপ দিতে পারে, তাহলে তাকে প্রচুর টাকা ও গয়না দেওয়া হবে।
এই ঘটনা নিশান্তের পরিবারকে বিধ্বস্ত করে দিয়েছে। ছেলের কাছে যে মোবাইল ফোন রয়েছে, সে বিষয়ে বিন্দুমাত্র ধারনা ছিল না বাবা-মায়ের। নিশান্তের বাবা-মায়ের আর্জি, তাঁদের ছেলে আর ফিরবে না। কিন্তু প্রত্যেক বাবা-মাই যেন তাঁদের সন্তানদের ওপর নজর রাখেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
ব্লু হোয়েলের বলি আরও এক, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা সপ্তম শ্রেণীর পড়ুয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2017 08:01 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -