শ্লীলতাহানির ১ মাস পর অপরাধীকে বাসে দেখতে পেয়ে পুলিশের হাতে তুলে দিলেন বেঙ্গালুরুর সফটওয়্যার কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2017 03:15 PM (IST)
বেঙ্গালুরু: এক মাস আগে চলন্তবাসে তিনি শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। ১০ এপ্রিলের সেই ঘটনায় অপরাধী পালিয়ে যেতে পেরেছিল। ঘটনার ঠিক এক মাস পরে বুধবার ওই বাসেই আবার উঠেছিলেন বেঙ্গালুরুর ২৬ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সামনের আসনে বসে থাকা সেই মুখ চিনতে আর ভুল হয়নি। সঙ্গে সঙ্গে বাসের মধ্যেই মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে কাছের পুলিশ স্টেশনে যোগাযোগ করেন ওই তরুণী। ঠিক ১৫ মিনিটের মধ্যে পুলিশ এসে অপরাধীকে হাতে নাতে গ্রেফতার করে। অভিযুক্তর নাম মধুসূদন রাও, বয়স ৪৭। উত্তরাহাল্লির এই বাসিন্দা এক বহুজাতিক সংস্থায় কর্মরত। ঘটনাচক্রে ওই তরুণীও একই সংস্থায় চাকরি করেন, তবে তাঁদের ক্যাম্পাস আলাদা। ১০ এপ্রিল যখন তাঁর ওপর অভিযুক্ত হামলা চালায়, তখন তিনি কোনওক্রমে তার ছবি তুলে নিয়েছিলেন। কিন্তু বাকি যাত্রীরা তাকে ধরে ফেলার আগেই সরে পড়ে সে। এবার বাসের সামনের আসনেই অপরাধীকে দেখতে পেয়ে আর দেরি করেননি মহিলা। তাঁর কাছ থেকে ফোন পেয়ে স্থানীয় পুলিশ খবর দেয় আর একটি কর্তব্যরত পুলিশ স্টেশনে। একটি টহলরত টিম ১৫ মিনিটের মধ্যে ধরে ফেলে বাসটিকে। অভিযুক্তকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়।