মুম্বই: অফিসের পর এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ফ্ল্যাট ভাঙার উদ্যোগ বৃহন্মুম্বই পুরসভার।খাড়েতে কঙ্গনার ফ্ল্যাট ভাঙতে আদালতে আবেদন পুরসভার। এ ব্যাপারে আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। উল্লেখ্য, ২ বছর আগে কঙ্গনাকে নোটিস দেয় পুরসভা। নোটিসে বলা হয়েছে, বেআইনিভাবে ফ্ল্যাটে রদবদল করা হয়েছে। এতে নিয়মভঙ্গ হয়েছে। সেইসময় ফ্ল্যাট ভাঙায় স্থগিতাদেশ দেয় আদালত। নগর দায়রা আদালতে অভিনেত্রীর আর্জির ভিত্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
এখন বিএমসি ক্যাভিয়েট দায়ের করেছে। তারা বলেছে, স্থগিতাদেশ প্রত্যাহার করা হোক। বেআইনি নির্মাণ ভাঙার অনুমতি দেওয়া হোক। খাড় এলাকায় কঙ্গনার ফ্ল্যাট ডিবি ব্রিজ নামের বিল্ডিং পাঁচ তলায়। বিএমসি বলেছে, এতে আটটি জায়গায় পরিবর্তন করা হয়েছে। বারান্দা ও ছাদে নিয়ম ভেঙে নির্মাণের কথাও বলেছে বিএমসি। রান্নাঘরেও নিয়মভেঙে বদল ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে বিএমসি কঙ্গনার মুম্বইয়ের মণিকর্ণিকা ফিল্মস অফিসের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। পরে বম্বে হাইকোর্ট এতে স্থগিতাদেশ দেয়। হাইকোর্টে ফের এই মামলার শুনানি হবে। অবৈধ নির্মাণ ভাঙতে এত তাড়াহুড়ো নিয়ে বিএমসি-র জবাব তলব করেছে। কাল এর জবাব দিতে হবে বিএমসি-কে।
এদিন মুম্বইয়ে পৌঁছেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে একহাত নিয়েছেন কঙ্গনা। তিনি একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ‘উদ্ধব ঠাকরে তোর কী মনে হয়, ফিল্ম মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে আমার বাড়ি ভেঙে খুব বড় বদলা নিয়েছিস? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে’।
এবার মুম্বইয়ের খাড়েতে কঙ্গনার ফ্ল্যাটের ‘অবৈধ নির্মাণ’ ভাঙতে অনুমতি চেয়ে আদালতে বিএমসি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Sep 2020 07:59 PM (IST)
অফিসের পর এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ফ্ল্যাট ভাঙার উদ্যোগ বৃহন্মুম্বই পুরসভার।খাড়েতে কঙ্গনার ফ্ল্যাট ভাঙতে আদালতে আবেদন পুরসভার। এ ব্যাপারে আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -