মুম্বই: মুম্বইয়ের গোরেগাঁওয়ে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নির্মীয়মান বাংলো নিয়ে বিতর্ক। অবৈধ নির্মাণের অভিযোগে অমিতাভ বচ্চনকে নোটিস বিএমসির। তথ্যের অধিকার আইন অনুসারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অমিতাভকে এই নোটিশ জারি করা হয়েছে।
তথ্যের অধিকার আইন সংক্রান্ত এক কর্মী অনিল গিলগলি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও পুরসভা কমিশনার অজয় মেহতার কাছে মনোপোলিশ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস (এমটিপিসি)-আওতায় ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গোরেগাঁও-এর সেভেন উডের এই বাংলো বিতর্ক তৈরি হয়। বাংলোর অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠার পর অমিতাভের স্থপতি শশাঙ্ক কোকিল বাংলোর নকশা কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠান। কিন্তু বিএমসি এর অনুমোদন দেয়নি।
পুর কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য যোগাড় করেন অনিল গিলগলি। এরপর নতুন করে নকশা পাঠান।
আরটিআই কর্মীর অভিযোগ, অমিতাভ বচ্চনের মতো বড় তারকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরী করছে বিএমসি।