জয়পুর: এমএলএ পুত্রের বেপরোয়া বিএমডব্লুর ধাক্কায় প্রাণ গেল তিন অটোযাত্রীর। অভিযোগ, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন  নন্দকিশোর মাহারিয়া নামে রাজস্থানের নির্দল বিধায়কের ছেলে সিদ্ধার্থ মাহারিয়াই।

 

পুলিশ জানিয়েছে, আজ বেলা দেড়টা নাগাদ এখানকার সি স্কিম এলাকায় তীব্র বেগে ছুটছিল সিদ্ধার্থর গাড়ি। সম্ভবত নেশাগ্রস্ত ছিলেন তিনি। স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি প্রথমে ধাক্কা মারেন একটি অটোকে। ধাক্কা খেয়ে তিন চাকার অটোটি প্রায় ২০০ ফুট দূরে ছিটকে পড়ে। তারপর একটি পিসিআর ভ্যানে আঘাত করে গাড়িটি। ডিসিপি সাউথ মণীশ আগরওয়াল বলেছেন, অটোযাত্রীদের ২ জন ঘটনাস্থলেই মারা যায়। দুজন জখম  হয়। একজন এএসআই ও আরও তিন পুলিশকর্মীও আহত হয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যায় জখম আরও এক অটোযাত্রী।

সিদ্ধার্থ মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বলেছেন অতিরিক্ত ডিসিপি যোগেশ গয়াল।  এ ব্যাপারে নিশ্চিত হতে তাঁর মেডিকেল টেস্ট হয়েছে। তিনি বলেছেন, গাড়িতে চারজন ছিল। দুজন  পালিয়ে যায়। সিদ্ধার্থ, জয়ন্ত নামে তার এক আত্মীয় ধরা পড়ে। এফআইআর দায়ের হওয়ার পর গাড়িচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও গাড়ির চালকের আসনে তিনি ছিলেন না বলে দাবি সিদ্ধার্থের। মদ খেয়ে গাড়ি  চালানোর অভিযোগও অস্বীকার করেছেন তিনি।