প্রয়াত ভারতে বিএমডব্লিউ সংস্থার সিইও রুদ্রতেজ সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2020 09:21 PM (IST)
বিএমডব্লিউ সংস্থায় যোগ দেওয়ার আগে রয়্যাল এনফিল্ডের বিশ্বব্যাপী প্রেসিডেন্ট ছিলেন তিনি। এছাড়া ইউনিলিভার সংস্থার হয়ে ১৬ বছর কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর।
নয়াদিল্লি: প্রথম ভারতীয় হিসাবে ভারতে বিএমডব্লিউয়ের প্রধান হয়েছিলেন তিনি। বিএমডব্লিউয়ের গ্রুপ প্রেসিডেন্ট তথা চিফ এগজিকিউটিফ অফিসার (সিইও) সেই রুদ্রতেজ সিংহ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সোমবার। গত বছরের ১ অগাস্ট থেকে জার্মানির বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লিউয়ের ভারতীয় শাখার প্রধান হয়েছিলেন রুদ্রতেজ। সকলের কাছে পরিচিত ছিলেন রুডি নামেই। ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা ছিল তাঁর। বিএমডব্লিউ সংস্থায় যোগ দেওয়ার আগে রয়্যাল এনফিল্ডের বিশ্বব্যাপী প্রেসিডেন্ট ছিলেন তিনি। এছাড়া ইউনিলিভার সংস্থার হয়ে ১৬ বছর কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর।