পটনা: বিহারে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪। এখনও নিখোঁজ বহু। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছে বিরোধীরা। এই প্রেক্ষিতে, নৌকাডুবির তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শনিবার সন্ধে ছটা থেকে ৭টা নাগাদ পটনার সবলপুর দিয়ারা ঘাট থেকে গাঁধী ঘাটে যাওয়ার পথে নদীতে উল্টে যায় যাত্রীবোঝাই নোকা। নৌকায় অধিকাংশ যাত্রীই স্থানীয় ডলফিন আইল্যান্ড বিনোদন পার্কে মকর সংক্রান্তি উপলক্ষে সরকার আয়োজিত ঘুড়ি উৎসব দেখতে যাচ্ছিলেন বলে খবর।



গতকালের পর এদিনও দিনভর তল্লাশি চলেছে। সরকারি মতে নৌকায় প্রায় ৪০ জন যাত্রী থাকার কথা বলা হলেও, বেসরকারি মতে সংখ্যাটা কমপক্ষে ৬০ থেকে ৮০। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত যাত্রী তোলার বিষয়ে কোনও প্রশাসনিক নজরদারি ছিল না ঘাটগুলিতে।
পাশাপাশি, ডলফিন আইল্যান্ড বিনোদন পার্কটিও বেআইনিভাবে চলছিল বলে সূত্রের খবর। একটি অবৈধ পার্কে কী করে সরকারি অনুষ্ঠান হতে পারে প্রশ্ন উঠছে তা নিয়েও। এই ঘটনায় এদিন সোনেপুর থানায় বিনোদন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বিজেপি নেতা সুশীল কুমার মোদী অভিযোগ করেন, রাজ্য সরকারের গাফিলতির জন্যই এই বিপর্যয়। তিনি জানান, যাত্রীদের জন্য যথেষ্ট পরিমাণ ফেরির ব্যবস্থা করা হয়নি। যার জেরে একটি নৌকায় বেশি যাত্রী ওঠে।



যদিও, অভিযোগ খারিজ করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী অনীতা দেবী। তিনি জানান, নীতীশ কুমার এই দুর্ঘটনার খবরে মুষড়ে পড়েছেন। এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
ইতিমধ্যেই নৌকাডুবিতে মৃতদের পরিবারপিছু চার লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দুঃখপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের ২ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।