ঠানে: মমতা কুলকার্নি একা নন, বলিউডের এবং ছোটপর্দার আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও মাদক চক্রের সঙ্গে জড়িত। মমতার স্বামী ভিকি গোস্বামীর মাধ্যমেই তাঁরা এফিড্রিনের ব্যবসা করছেন বলে জানিয়েছে ঠানে পুলিশ। সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট ও নয়ের দশকের কয়েকজন অভিনেতা, ছোটপর্দার একজন অভিনেত্রী এবং ছোটখাটো চরিত্রে কাজ করা কয়েকজন অভিনেতা মাদক চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। তাঁরা সম্প্রতি মুম্বইয়ের একটি হোটেলে ভিকির সঙ্গে দেখা করে মাদক ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কয়েকজনের সঙ্গে ভিকির নিয়মিত যোগাযোগ রয়েছে।

 

এর আগে ঠানে পুলিশ জানিয়েছিল, মাদক ব্যবসায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর মধ্যে ১০ জন গ্রেফতার হয়েছে। তারা এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। বাকি সাত জনের খোঁজে তল্লাশি চলছে। গ্রেফতার হওয়া এক অভিযুক্ত এফিড্রিন ব্যবসা সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়েছে। তার বয়ান থেকেই দুবাই ও কেনিয়ায় মাদক ব্যবসায়ীদের বৈঠকের কথা জানা গিয়েছে।

 

১২ এপ্রিল এক নাইজেরিয়ানকে গ্রেফতার করার পরেই মাদক চক্রের কথা জানতে পারে পুলিশ। এরপর মহারাষ্ট্রের সোলাপুরে অভিযান চালিয়ে ১৮.৫ টন এফিড্রিন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ হাজার কোটি টাকা। সেই তদন্তেই আরও তথ্য সামনে আসছে।