জেট এয়ারওয়েজে বোমাতঙ্ক, আটক ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2016 10:27 AM (IST)
আমদাবাদ: আবার বিমানে বোমাতঙ্ক। এবার জেট এয়ারওয়েজ। বুধবার সকালে জেটের একটি উড়ান যাত্রার জন্য সাফসুতরো করার সময় সিটের তলায় একটি চিরকুট দেখতে পান এক সাফাইকর্মী। তাতে লেখা ছিল ‘বোমা’। তখনই বিমানটিকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। তবে পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড খোঁজাখুঁজি চালালেও সন্দেহজনক কিছু মেলেনি। ১২৫জন যাত্রী ও ৬জন ক্রু-কে নিয়ে বিমানটির আমদাবাদ থেকে মুম্বই যাওয়ার কথা ছিল। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ওই চিরকুট উদ্ধার হয় নাকি তাঁর আসনের তলা থেকেই।