মুম্বই: ২৫ জনকে আধার কার্ডের তথ্য ছাড়াই আয়কর জমা দেওয়ার অনুমতি দিল বম্বে হাইকোর্ট। যে ২৫ জন এই অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন শিক্ষক, স্থপতি, সাংবাদিক ও সমাজকর্মীরা। তাঁরা জানান, আধার নম্বর ছাড়া অনলাইনে অনলাইনে কর দেওয়া যাচ্ছে না। হাইকোর্ট যাতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেশনকে (সিবিডিটি) আধার নম্বর ছাড়াই আয়কর জমা নেওয়ার নির্দেশ দেয়, সেই আর্জি জানানো হয়। আদালত এই আর্জি মেনে নিয়েছে।

আজ বিচারপতি এম এস সাঙ্কলেচার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে শুনানির সময় সিবিডিটি-র আইনজীবী বলেন, আধার কার্ডের তথ্য ছাড়া অনলাইনে আয়কর জমা দেওয়া যাবে না। তখন বিচারপতি সাঙ্কলেচা নির্দেশ দেন, ২ জুলাই দফতরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর জমা নিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই। বিচারপতি জানান, দিল্লি ও মাদ্রাজ হাইকোর্টেও একই আবেদন জমা পড়েছিল। এ বিষয়ে সেই দুই হাইকোর্টের নির্দেশের কথা মাথায় রেখেই সিবিডিটি-কে এভাবে আয়কর নিতে বলা হচ্ছে।