লখনউ: ১৯৯০ সালে ‘করসেবক’-দের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার কথা স্বীকার করায় এবার মুলায়ম সিংহ যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে উত্তরপ্রদেশ সরকারকে বলল বিশ্ব হিন্দু পরিষদ।
বৃহস্পতিবার, ভিএইচপি নেতা শরদ শর্মা বলেন, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা বারংবার বলছেন, ১৯৯০ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনিই নিরাপত্তা আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন অযোধ্যায় আগত করসেবকদের ওপর গুলি চালাতে।
আরও পড়ুন:
দেশের ঐক্য বজায় রাখতেই ১৯৯০-এ করসেবকদের উপর গুলি, সাফাই মুলায়মের
এই প্রেক্ষিতে ভিএইচপি এদিন শর্মা জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন রাজ্যের বর্তমান শাসক দলের উচিত এই মন্তব্যকে হাতিয়ার করে ভূতপূর্ব মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা।
তিনি যোগ করেন, সেদিনের গুলি চানলায় যে সকল ‘করসেবক’ নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতেও মামলা করা হবে।
এদিন, প্রতিক্রিয়া জানাতে গিয়ে সপা প্রতিষ্ঠাতার সঙ্গে জালিয়ানওয়ালা বাগ ও জেনারেল ডায়ারের তুলনাও টেনে আনেন শর্মা। জানান, ব্রিটিশ সাম্রাজ্যে ডায়ার যে কাণ্ড ঘটিয়েছিল, সেই একইধরনের ‘কাপুরুষোচিত’ কাজ করেছেন মুলায়ম।