বিজেপি-সপা, উভয়েই হারবে উত্তরপ্রদেশে, দাবি ওয়েইসির
Web Desk, ABP Ananda | 02 Mar 2017 05:38 PM (IST)
হায়দরাবাদ: উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে হারবে শাসক সমাজবাদী পার্টি, বিজেপি, দু দলই। হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসির এমনই অভিমত। এআইএমআইএম সভাপতি বলেছেন, আমি এখনই দেখতে পাচ্ছি, বিজেপির পাশাপাশি সপা-ও হারছে। কেন্দ্রে বিজেপি ও রাজ্যে সপা যথাক্রমে তাদের তিন ও ৫ বছরের শাসনে সুশাসন, কর্মসংস্থানের বন্দোবস্ত করতে, সাম্প্রদায়িকতা রুখতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় তিনি কি নির্বাচন-পরবর্তী পর্বে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বসপা)-র সঙ্গে রফায় আগ্রহী হবেন, জানতে চাওয়া হলে ওয়েইসি সরাসরি মন্তব্য করতে চাননি। শুধু বলেন, ১১ মার্চ ভোটের ফল বেরবে। একমাত্র তারপরই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আগে তো আমাদের আসন জিততে হবে। তারপর ভেবে দেখা যাবে। '