নয়াদিল্লি: খেলার মাঠে বচসার জের। ব্যাট দিয়ে আঘাত করে ১৭ বছরের এক তরুণকে খুন করল তারই বন্ধু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির সাগরপুর এলাকার একটি পার্কে। গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বুদ্ধ জয়ন্তী পার্কে ক্রিকেট খেলছিল শিবম, আকাশ এবং অমিত নামে দুজন।
অমিতের বলে ব্যাটিং করছিল শিবম। আকাশ উইকেট কিপার ছিল। অন্য অমিত ফিল্ডিং করছিল। শিবম পুল করার চেষ্টা করলে বল আকাশের গায়ে লাগে। এতেই রেগে গিয়ে আকাশ (১৯) শিবমের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেয়।উত্তপ্ত বচসার মধ্যেই ব্যাট কেড়ে নিয়ে আকাশ  শিবমকে মারতে থাকে। মারের চোটে মাটিতে লুটিয়ে পড়ে শিবম।
শিবম নড়াচড়া করছে না দেখে তিনজন তাকে দিন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।পুলিশ অনিচ্ছকৃত খুনের মামলা রুজু করেছে। আকাশকে গ্রেফতার করা হয়েছে।