খুচরো টাকা না পেয়ে আত্মঘাতী ছাত্র
ABP Ananda, web desk | 15 Nov 2016 09:52 PM (IST)
বুলন্দশহর: খুচরো টাকা না পেয়ে আত্মহত্যা করল ১৭ বছরের এক কিশোর। পুলিশ জানিয়েছে, সুমিত নামে ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গতকাল অনুপশহর এলাকায় ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সুমিত মায়ের কাছে খুচরো টাকা চেয়েছিল। কিন্তু হাতে টাকাপয়সা না থাকায় তা সুমিতকে দিতে অস্বীকার করেন মা। এরপরই আত্মঘাতী হয় সুমিত। ঘটনায় সুমিতের দাদুর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। সুমিতের বাবা বিএসএফ কর্মী।