নয়াদিল্লি: খেলতে খেলতে সুইমিং পুলে পড়ে গিয়েছিল বল। সেটি তুলতে গিয়েই দুর্ঘটনা। মৃত্যু আদিত্য বর্ধন নামে ৯ বছরের এক শিশুর। নয়ডার ঘটনা।
খেলতে গিয়ে আবাসনের সুইমিং পুলে পড়ে যায় বল। তা তুলতে পুলে ডুব দেয় আদিত্য। পুলের গর্তে হাত আটকে যায় তার। উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে রাখা হয় আদিত্যকে। বেঁচে থাকার লড়াইয়ে জিততে পারেনি চতুর্থ শ্রেণির ওই পড়ুয়া। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
আদিত্যর মৃতদেহ আনা হয় আবাসনে। ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার মা। মাঝে মাঝেই জ্ঞান হারাচ্ছেন। বাকরুদ্ধ হয়ে গিয়েছে তার দিদা।
আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, পুলে হাত আটকে যাওয়ার পর ওই অবস্থায় জলের নিচে প্রায় ১০ মিনিট ছিল আদিত্য। পড়ে লাইফ গার্ডরা দেখতে পেয়ে উদ্ধার করে তাকে।
সুইমিং পুলে হাত আটকে মৃত্যু শিশুর
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2016 12:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -