বাহরাইচ: মিডডে মিলের লাইনে দাঁড়িয়ে গরম তরকারির ডেকচিতে পড়ে ভালরকম পুড়ে গিয়েছে উত্তরপ্রদেশের বাহরাইচের ৬ বছরের ১ পড়ুয়া। ছেলেটির নাম শিবম, হেমরিয়া কুট্টি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি প্রাথমিক স্কুলে পড়ে সে। গতকাল দুপুরে মিডডে মিলের লাইনে দাঁড়িয়ে থাকার সময় হোঁচট খেয়ে সে গরম তরকারির ডেকচির মধ্যে পড়ে যায়। তার বাবার অভিযোগ, স্কুলের কর্মীরা শিবমকে হাসপাতালে নিয়ে তো যানইনি, তার বাড়িতেও কিচ্ছু জানাননি এ বিষয়ে। স্কুল থেকে ফিরে এসে অজ্ঞান হয়ে পড়ে সে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারপর চিকিৎসা শুরু হয়। শিবমের বাবার নালিশের ভিত্তিতে স্কুলের মিডডে মিল রাঁধুনি ও শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, শুরু হয়েছে তদন্ত। স্থানীয় শিক্ষা অধিকর্তা জানিয়েছেন, ৩ জন শিক্ষক শিক্ষিকাকে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে, রাঁধুনির বিরুদ্ধেও নেওয়া হয়েছে ব্যবস্থা।