কোলহাপুর: ইউটিউব আমাদের শুধু শেখায়ই না, রোজগারের রাস্তাও করে দেয়। এমন মানুষদের তারা প্রতি দিন আমাদের সামনে নিয়ে আসে, যাঁরা অসাধারণ সৃষ্টিশীল অথচ পুরোপুরি অপরিচিত ছিলেন। এবার ইউটিউব প্রকাশ্যে নিয়ে এসেছে ৭০ বছর বয়সী এক ঠাকুমাকে।

ঠাকুমার নাম সুমন ধামানে। এ বছর তিনি ইউটিউব ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড পেয়েছেন। ইউটিউবে নিজস্ব রান্নার চ্যানেল খুলেছেন তিনি, নাম আপলি আজি। তাতেই ঠাকুমা শেয়ার করে চলেছেন দুর্দান্ত সব জিভে জল আনা রান্না।

ঠাকুমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা জানলে চোখ কপালে উঠতে বাধ্য। ৫৮০,০০০! মাত্র ১ বছরে প্রতি মাসে ৮০ লাখের বেশি লোক তাঁর চ্যানেল দেখেছেন। এত সব কী করে সম্ভব হল জানেন? তাঁর ১৭ বছরের নাতি যশ ঠিক করে, ঠাকুমার অথেনটিক মহারাষ্ট্রীয় রান্নার প্রতিভাকে জনসমক্ষে নিয়ে আসতে হবে। নিজেই সে শ্যুট করা শুরু করে ঠাকুমার ভিডিও, এডিট করে, তারপর ইউটিউবে আপলোড করতে থাকে। এভাবেই প্রতি সপ্তাহে নাতি-ঠাকুমা দুটি করে ভিডিও ইউটিউবে আপলোড করতে থাকেন। যশের দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ছিল, তার মধ্যেও নিয়মিত ভিডিও পোস্ট করে গিয়েছে সে।



আঞ্চলিক মারাঠি ভাষায় শ্যুট করা এই ভিডিও দেখছেন মূলত স্থানীয় ইউটিউবাররা। পাশাপাশি সে পোস্ট করেছে সোজা সোজা কিছু মারাঠি রান্নার রেসিপি, যা বহু বছর ধরে মারাঠি মায়েরা রান্না করে চলেছেন। ব্যস, চ্যানেল মুহূর্তে হিট।

অনেকে প্রশ্ন করছিলেন, ঠাকুমা যে সব মশলা রান্নায় ব্যবহার করছেন, তা কোথা থেকে পাওয়া যাবে। এরপর নাতি-ঠাকুমা নিজেরাই ওই সব মশলা তৈরি শুরু করেছেন, গোটা দেশে তা বিক্রি হচ্ছে হুড়হুড়িয়ে।

এর মধ্যে অক্টোবরে ঠাকুমার চ্যানেল হ্যাকাররা হ্যাক করে। ফলে তাঁর অ্যাকাউন্ট বসে যায়। কিন্তু সাহায্যে এগিয়ে আসে ইউটিউব ইন্ডিয়া। ফের শুরু হয় চ্যানেল, ফের পায় দর্শকদের আনুকূল্য।