গুরুগ্রাম: রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে প্রদ্যুম্ন ঠাকুরের হত্যাকাণ্ডের সাতদিন পেরিয়ে গিয়েছে। হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দলের অধীনে চলছে তদন্ত। আদালতে চার্জশিট জমা দেওয়ার জন্যে সিটের হাতে আর মাত্র তিন দিন বাকি। এরমধ্যেই স্কুলের মালি হরপাল সিংহ সহ আরও বেশ কিছু ব্যক্তিকে আটক করে জেরা চলছে। খুব সম্ভবত তাঁদের গ্রেফতার করা হবে।
এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রমাণও সিটের অফিসাররা খতিয়ে দেখতে ছাড়ছেন না। সিটের এক আধিকারিকের দাবি, অভিযুক্ত বাস কন্ডাক্টরের বিরুদ্ধে তাঁরা একাধিক প্রমাণ সংগ্রহ করেছেন। এমনকি গতকাল ক্লুর খোঁজে ঘটনাস্থলও ঘুরে দেখেছে সিটের একটি দল। এছাড়া স্কুলের নিরাপত্তা খতিয়ে দেখতে সিবিএসই প্যানেলের একটি টিমও ঘটনাস্থলে গিয়েছিল।
তবে মালি ছাড়াও এই খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আরও ১৭ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিট। তাঁদের মধ্যে রয়েছেন সেকশন ইনচার্জ অঞ্জু দুদেজা, সাসপেন্ড হওয়া কার্যনির্বাহী প্রিন্সিপ্যাল নীরজা বাত্রা, প্রাক্তন অধ্যক্ষা রাখী বর্মা, বাস চালক সৌরভ রাঘব, বাস কন্ট্র্যাক্টর হরকেশ প্রধান এবং আট নিরাপত্তা কর্মী।
তবে আগামী দিনে বেশ কিছু গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন সিটের ওই আধিকারিক।
প্রদ্যুম্ন হত্যাকাণ্ড: স্কুলের মালি সহ খুনের প্রত্যক্ষদর্শী সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করে জেরা পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2017 02:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -