চিত্রদুর্গ: বৃষ্টির প্রার্থনায় এক কিশোরকে নগ্ন করে হাঁটানো হল। খরা-পীড়িত কর্নাটকের চিত্রদূর্গ জেলার একটি গ্রামে বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে এই অদ্ভূত ঘটনা ঘটল বলে জানা গেছে। পান্ডারহালি গ্রামে গত ১০ জুন ওই ঘটনা ঘটে। পুরো ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ওই কিশোরের গায়ে জল ঢালা হচ্ছে। পরে মূর্তি পুজো করেন গ্রামবাসীরা।  পুজোর পর মন্ত্রোচ্চারণ ও ঢাকঢোলের বাদ্যর সঙ্গে মূর্তি নিয়ে গ্রাম পরিক্রমা করে ওই কিশোর। এরপর বৃষ্টির দেবতাকে তুষ্ট করার জন্য গ্রামে প্রচলিত প্রথা অনুযায়ী ওই কিশোরটিকে নতুন জামাকাপড় দেওয়া হয়। গ্রামবাসীরা জানিয়েছেন, এই প্রথার জন্য রীতি অনুযায়ী কোনও এক কিশোরকে বেছে নেওয়া হয়।