আকোলা: দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত কয়েকদিন ধরেই। তার মধ্যেই তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে পার্ক করে রাখা গাড়িতে ঢুকে মর্মান্তিক মৃত্যু হল ১২ বছরের কাগজকুড়ানো কিশোরের। সম্ভবত, গাড়ির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল বলে সে বেরিয়ে আসতে পারেনি, ভিতরে শ্বাস আটকে মারা যায় বলে অনুমান পুলিশের। মহারাষ্ট্রের আকোলা জেলার আলেওয়াড়ি গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
জনৈক পুলিশ অফিসার জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির জন্য বছর দুয়েক গাড়িটি ব্যবহার করা হয়নি। গাড়িটি ঝোপে ফেলে রেখেছিলেন সেটির মালিক। গতকাল দুপুরে তানেশ বল্লাল নামে ওই কিশোর ঠাকুমাকে সঙ্গে নিয়ে ঝোপে ঢুকেছিল ফেলে দেওয়া বর্জ্য প্লাস্টিক কুড়োতে। গরম থেকে বাঁচতেই সে হয়তো ওই গাড়িতে ঢুকে পড়ে। আচমকা গাড়ির দরজা বন্ধ হয়ে ভিতরে আটকে পড়ে সে। ওদিকে তার ঠাকুমা সারাক্ষণ তাকে খুঁজে বেড়ান। রাতে গাড়িমালিক দরজা খুলে এক অচেনা বালককে অচেতন অবস্থায় ভিতরে পড়ে থাকতে দেখেন। জানা যায়, সে-ই ওই নিখোঁজ কিশোর, নাম বল্লাল।
দহিপাড়া থানায় মামলা রুজু করে তদন্ত চলছে।
প্রসঙ্গত, পূর্ব মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার অন্তর্ভু্ক্ত আকোলা গত তিন বছর ধরে গ্রীষ্মের মরসুমে প্রচণ্ড গরমে কার্যত পুড়ছে।
আকোলায় তাপপ্রবাহ থেকে বাঁচতে ঝোপে পার্ক করে রাখা গাড়িতে ঢুকে দরজা বন্ধ হয়ে গিয়ে শ্বাস আটকে মৃত্যু কাগজকুড়ানো কিশোরের
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2019 02:32 PM (IST)
জনৈক পুলিশ অফিসার জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির জন্য বছর দুয়েক গাড়িটি ব্যবহার করা হয়নি। গাড়িটি ঝোপে ফেলে রেখেছিলেন সেটির মালিক। গতকাল দুপুরে তানেশ বল্লাল নামে ওই কিশোর ঠাকুমাকে সঙ্গে নিয়ে ঝোপে ঢুকেছিল ফেলে দেওয়া বর্জ্য প্লাস্টিক কুড়োতে। গরম থেকে বাঁচতেই সে হয়তো ওই গাড়িতে ঢুকে পড়ে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -