শিলং: ট্যুইট করে পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর প্রেক্ষাপটে পাল্টা কাশ্মীর বয়কটের ডাকে সমর্থন তথাগত রায়ের। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, কাশ্মীরী, এমন সব কিছুই বয়কট করা উচিত বলে লিখেছেন তিনি। অমরনাথ যাত্রা বয়কটের ডাক দিয়েছেন, কাশ্মীরের পণ্যসামগ্রী কিনতেও বারণ করেছেন তিনি।



মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় ট্যুইট করেছেন, এক অবসরপ্রাপ্ত ভারতীয় সেনার কর্নেল আবেদন করেছেন, ২ বছর কাশ্মীর যাবেন না, অমরনাথ যাত্রা বন্ধ রাখুন। কাশ্মীর এম্পোরিয়াম বা কাশ্মীরী ব্যবসায়ীদের থেকে কোনও সামগ্রী কিনবেন না। যা কিছু কাশ্মীরী, তাকেই বয়কট করুন। আমি সম্মতি দিচ্ছি।



ট্যুইটে পাকিস্তানি সেনারও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, পাক সেনা ‘কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের চালাচ্ছে’। ‘পূর্ব পাকিস্তানে’ তাদের ভূমিকার কথা বলতে গিয়ে হত্যাকাণ্ড, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের উল্লেখ করেছেন। তথাগত রায় ট্যুইট করেছেন, ভারত মার না দিলে পূর্ব পাকিস্তান দখল করেই রাখত ওরা। আমি বলছি না, আমাদের অতদূর যেতে হবে। কিন্তু কিছুটা ব্যবধান তো রাখাই যায়?