নয়াদিল্লি: কয়েকদিন আগেই অ্যামাজনের প্রধান জেফ বেজসকে ভগবান বিষ্ণুর সঙ্গে তুলনা করার জন্যে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফরচুন ম্যাগাজিনকে। এবার ভারতীয় ক্রেতাদের তোপের মুখে স্বয়ং এই ই-কমার্স জায়েন্ট। সম্প্রতি অ্যামাজনের ওয়েব পোর্টালে হিন্দু দেব-দেবীর ছবি দিয়ে পাপোশ বিক্রি করা হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ভারতীয় ক্রেতাদের থেকে কড়া সমালোচনার মুখে পড়েছে এই অনলাইন শপিং ওয়েবসাইটটি। শুধু তাই নয় অ্যামাজন বয়কটেরও ডাক দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, রকবুল, একটি আন্তর্জাতিক সংস্থা, যাঁরা বাড়ি-ঘর, রান্নাঘর এবং অফিসের বিভিন্ন জিনিষ অ্যামাজনের মাধ্যমে বিক্রি করে। তাঁদের তৈরি পাপোশেই হিন্দু দেব-দেবীর ছবি দিয়ে বিক্রি হচ্ছিল অ্যামাজনে। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।

যদিও এই ঘটনায় কোনও ভাবেই ই-কমার্স জায়েন্ট অ্যামজনকে দায়ী করা যায় না। কারণ, পাপোশের ডিজাইন তাঁরা করেননি। কিন্তু টুইটারাইটরা দেবী লক্ষ্মী এবং গনেশ ঠাকুরের ছবি পাপোশের ওপর দেখেই প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। আক্রমণের মুখে পড়তে হয় অ্যামাজনকে। আপাতত পাপোশের ছবি অ্যামজনের সাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।





তবে শুধু হিন্দু দেব-দেবী নয়, প্রভু যীশু এবং পবিত্র কোরানের ছবিও রয়েছে বিভিন্ন পাপোশ, কম্পিউটারের মাউস প্যাড, ফোনের ঢাকাতে।