নয়াদিল্লি: ভীমরাও অম্বেডকর সংক্রান্ত যে বিতর্কিত ট্যুইট করার অভিযোগে ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর বিরুদ্ধে যোধপুর পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছে রাজস্থানের একটি আদালত, সেই ট্যুইট হার্দিকের অ্যাকাউন্ট থেকে করাই হয়নি বলে জানা গেল। একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে সেই ট্যুইট করা হয়। পরে অবশ্য সেই অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট বা ডিলিট করে দেওয়া হয়েছে। হার্দিকের বিরুদ্ধে অম্বেডকরকে অপমান করার অভিযোগে এফআইআর করতে চেয়ে প্রথমে পুলিশের দ্বারস্থ হন রাজস্থানের জালোর জেলার রাষ্ট্রীয় ভীম সেনার সদস্য ডি আর মেঘওয়াল। তাঁর অভিযোগ, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ট্যুইট করে হার্দিক বলেন, ‘কোন অম্বেডকর? যিনি আইন ও সংবিধান রচনা করেছিলেন না কি যিনি দেশে সংরক্ষণ নামক রোগ ছড়িয়ে দিয়েছেন?’ পুলিশ এফআইআর না করায় আদালতের দ্বারস্থ হন মেঘওয়াল। আদালত এফআইআর করার নির্দেশ দেয়। তবে হার্দিক সেই বিতর্কিত ট্যুইট করেননি বলেই জানা গিয়েছে।