জয়পুর: আইজ্যাক নিউটনের হাজার বছর আগেই মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেছিলেন ব্রহ্মগুপ্ত। রাজস্থান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এই দাবি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি। তাঁর বক্তব্য, আমরা সবাই পড়েছি, নিউটন মাধ্যাকর্ষণ তত্ত্বের আবিষ্কর্তা। কিন্তু গভীর ভাবে ভাবলে দেখা যাবে, নিউটনের হাজার বছর আগেই ওই তত্ত্ব বের করেছিলেন ব্রহ্মগুপ্ত। তাহলে কেন এই তথ্য সিলেবাসে নেই?
রাজ্যের স্কুল পাঠ্যসূচি বদলানো হয়েছে, রাজপুত রাজা মহারানা প্রতাপ সহ দুশোর কাছাকাছি ভারতীয় ব্যক্তিত্বকে তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান বিজেপি শাসিত রাজস্থানের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী।
শিক্ষাব্যবস্থা মূল্যবোধভিত্তিক হওয়া উচিত বলেও অভিমত জানান তিনি।
ভাষণে তিনি টেনে আনেন জেএনইউয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমারকেও। সংসদ হামলার নায়ক আফজল গুরুকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে জেএনইউয়ে হওয়া বিতর্কিত অনুষ্ঠানে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কানহাইয়াকে। দেবনানি বলেন, রাজস্থানে যেন কোনও কানহাইয়ার জন্ম না হয়।
দেবনানি আগেও চমকে দেওয়া মন্তব্য করে শিরোনামে এসেছেন। গত বছরই তিনি একটি গবেষণামূলক ওয়েবসাইট উদ্ধৃত করে দাবি করেন, গরুই একমাত্র প্রাণী যে অক্সিজেন ছাড়ে।
নিউটনের হাজার বছর আগেই মাধ্যাকর্ষণ তত্ত্ব বের করেন ব্রহ্মগুপ্ত, দাবি রাজস্থানের শিক্ষামন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2018 05:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -