মুম্বই:  আগামী এক দশকের মধ্যে আরও দুর্ভেদ্য হয়ে উঠবে বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মোস’।


ব্রহ্মোস এরোস্পেসের এমডি তথা সিইও সুধীর মিশ্র জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যেই ‘ম্যাক ৭’ (শব্দের চেয়ে সাতগুণ দ্রুত) গতি অর্জন করবে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইল। ওই কর্তা বলেন, মিসাইলকে হাইপারসনিক করতে আরও সাত থেকে ১০ বছর সময় লাগবে।


মিশ্র যোগ করেন, বর্তমানে মিসাইলটি ম্যাক ২.৮ গতি তুলতে পারে। আগামী পাঁট বছরের মধ্যে তা ম্যাক ৩.৫ গতি তুলতে সক্ষম হবে। সুধীর বলেন, ম্যাক ৫ গতি তুলতে হলে বর্তমান ইঞ্জিনে কারিগরি বদল আনতে করতে হবে। আর, ম্যাক ৭ পর্যায়ে যেতে হলে, উন্নতমানের ইঞ্জিন বসাতে হবে।


মিশ্র জানান, মূল লক্ষ্য হল এমন একটি মিসাইল তৈরি করা যা পরবর্তী-প্রজন্মের যুদ্ধের ক্ষেত্রে উপযোগী হবে। তিনি জানান, ডিআরডিও-র পাশাপাশি, আইআইটি, আইআইএস এই ভবিষ্যৎ প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছে। একইভাবে গবেষণা চালাচ্ছে রাশিয়ার বিভিন্নি সংস্থাও।


প্রসঙ্গত, ব্রহ্মোসের ইঞ্জিন, প্রোপালসন প্রযুক্তি ও সীকার তৈরি করেছে রাশিয়া। অন্যদিকে, ভারত সহায়তা করেছে মিসাইলের কন্ট্রোল সিস্টেম, গাইডেন্স, সফটওয়্যার, এয়ারফ্রেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম।