অযোধ্যা: বিজেপির শক্তঘাঁটিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এক রূপান্তরকামী। তিনি গুলশন বিন্দু। তাঁকে অযোধ্যায় মেয়র নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। আসন্ন পুরসভা ভোটে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিন্দু।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, রাজ্য ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন বিন্দু। তিনি বলেছেন, মানুষ বিজেপির ভুয়ো প্রতিশ্রুতির কথা শুনতে শুনতে হতাশ হয়ে উঠেছেন। তাই আগামী মাসের পুরভোটে বিজেপিকে মুখের মতো জবাব দিতে তৈরি মানুষ। তাই নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিন্দু।
এবার পুর নির্বাচনে পূর্ণশক্তিতে ঝাঁপিয়ে পড়ার কথা জানিয়েছে সমাজবাদী পার্টি। তাই সবার আগে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে অখিলেশের দল। প্রচলিত ধারা ভেঙে এক রূপান্তরকামীকে মেয়র পদে প্রার্থী করেছে তারা।
গত শুক্রবার উত্তরপ্রদেশের পুরভোটের নির্ঘন্ট প্রকাশ করেছেন রাজ্য নির্বাচন কমিশন।
অযোধ্যায় মেয়র পদে সমাজবাদী পার্টির প্রার্থী রূপান্তরকামী
ABP Ananda, web desk
Updated at:
30 Oct 2017 06:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -