নয়াদিল্লি:  সদ্যোজাতদের মধ্যে ইদানিংকালে অ্যালার্জির প্রবণতা মারাত্মক বেড়ে গিয়েছে। এর থেকে বাঁচতে সদ্যোজাত শিশুদের অবশ্যই মাতৃদুগ্ধ পান করানো উচিত, দাবি গবেষকদের। মূলত যে সমস্ত মায়েরা অন্তঃসত্ত্বা থাকাকালীন দুধ, ডিম বা বাদাম জাতীয় খাবার খান, যেগুলো থেকে এলার্জি হতে পারে, তাঁরা যদি সন্তান জন্মের পর মাতৃদুগ্ধ দেন, তাহলে সেই সমস্ত সদ্যোজাতদের কখনও অ্যালার্জি হয় না, বলছে গবেষণা।


বস্টন শিশু হাসাপতাল এবং হাভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকদের দাবি, মাতৃদুগ্ধ খেলে যে সমস্ত খাবারে অ্যালার্জি হয়, সেগুলো প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে দেয়। যার জেরে সদ্যোজাতেরা সুস্থ-সবল থাকে। ইঁদুরের ওপর একটি পরীক্ষা করে দেখাও হয়েছিল বিষয়টি। সেখানেই দেখা যায় দুধ বা ডিমের থেকে যে অ্যালার্জির প্রবণতা থাকে, সেগুলো সবই নিরাময় করা সম্ভব যদি একজন মা অন্তঃসত্ত্বা থাকাকালে এই খাবারগুলো খান।

এই গবেষণা পত্রটি জার্নাল অফ এক্সপেরিমেন্টাল মেডিসিনে প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, আগেকার দিনে অন্তঃসত্ত্বা মহিলাদেরও ওপর বিভিন্ন খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকত। কিন্তু বর্তমানে চিকিত্সকরা বলছেন, আগে অ্যালার্জি পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন, তারপর খাওয়াদাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ হওয়া উচিত।