নয়াদিল্লি: গোয়ায় নির্বাচনী প্রচারসভায় ঘুষ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে সতর্ক করে দিল নির্বাচন কমিশন। তাঁকে ভবিষ্যতে মন্তব্য করার আগে সবকিছু বিবেচনা করা এবং সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

২৯ জানুয়ারি গোয়ার চিম্বেলে এক সভায় পর্রীকর বলেন, ‘কেউ ৫০০ টাকার নোট নিয়ে ঘুরলে আপত্তি নেই। তবে মনে রাখবেন, ভোটটা পদ্ম চিহ্নেই যেন দেওয়া হয়।’ পরে প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, তাঁর এই মন্তব্য সম্বলিত সিডি বিকৃত করা হয়েছে। তিনি ওই মন্তব্য করেছিলেন কোঙ্কনি ভাষায়। ইংরাজিতে তার ভুল অনুবাদ করা হয়েছে। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

এ মাসের ৪ তারিখ গোয়ায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। তার আগেই বিতর্কে জড়ান পর্রীকর। সেই কারণেই তাঁকে সতর্ক করে দিল কমিশন। বলা হয়েছে, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।