নয়াদিল্লি: বিরোধীদের অভিযোগ খারিজ করে কেন্দ্র জানিয়ে দিল যে সন্ত্রাস নিয়ে ব্রিকস সম্মেলনে ঐকমত্যে পৌঁছনো গিয়েছে। সরকারের দাবি, সকলেই একসুরে স্বীকার করেছে, রাষ্ট্র-মদতপুষ্ট নাশকতার চেয়ে বড় বিপদ আর কিছুই নেই। আর একে হালকা নেওয়া চলবে না।
এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, গোয়ায় সদ্যসমাপ্ত ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে শুধু যে বিশদে আলোচনা হয়েছে তাই নয়, সম্মেলনের কড়চাতেও তা স্থান পেয়েছে। সুষমার এ-ও দাবি, সর্বসম্মতভাবে প্রকাশিত ওই কড়চায় আরও বলা হয়েছে যে, নাশকতার বিষয়টিকে উপেক্ষা করে আন্তর্জাতিক মহল নিজেদের বিপদই ডেকে আনতে পারে।
প্রসঙ্গত, কংগ্রস দাবি করেছিল যে, ব্রিকসের ঘোষণায় পাক-মদতপুষ্ট সন্ত্রাস নিয়ে কোনও কথা বলা হয়নি। এদিন ব্রিকস সাংবাদিক সম্মেলনে সেই অভিযোগের জবাব দিতে গিয়ে সুষমা বলেন, অংশগ্রহণকারীরা একটা বিষয়ে ঐকমতে এসেছে যে, সন্ত্রাসকে হাল্কাভাবে নিলে চলবে না। যারা জঙ্গি তৈরি করে নাশকতার প্রচার চালাচ্ছে এবং যারা ভাল ও খারাপ সন্ত্রাসবাদের মধ্যে তফাত করে চলেছে, তাদের থেকে এর মূল্য তুলতে হবে।
ব্রিকস জোর দিয়ে বলেছে, সন্ত্রাসকে হাল্কা নিলে চলবে না: সুষমা
Web Desk, ABP Ananda
Updated at:
18 Oct 2016 09:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -