গোয়া: জওহর কোটের পর মোদী জ্যাকেট। দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রিয় কোট এখনও শীত পরলে ঝেড়েঝুড়ে বার করেন বাবা, কাকার দল। ‘যেমন খুশি সাজো’-তেও ছোটদের হামেশাই জওহর কোট পরে নেহরু সাজতে দেখা যায়। আর এবার প্রধানমন্ত্রীর পোশাকের মাধ্যমে ফ্যাশন ট্রেন্ড সেট করছে মোদী জ্যাকেট। হাতকাটা, রঙচঙে এই জ্যাকেট গোয়ায় ব্রিকসের মঞ্চে প্রবল জনপ্রিয়তা পেয়েছে। শনিবার রাতে নৈশভোজের সময় ব্রিকসে অংশগ্রহণকারী সবকটি রাষ্ট্রপ্রধানদের এই জ্যাকেটে দেখা গেল।
PTI10_15_2016_000296B
PTI10_15_2016_000270B
ব্রিকসে ভারত ছাড়া যোগ দিয়েছে ব্রাজিল, রাশিয়া, চিন ও দক্ষিণ আফ্রিকা। শনিবারের নৈশভোজে নরেন্দ্র মোদী তো বটেই, ভ্লাদিমির পুতিন, শি জিনপিংরাও পরেন মোদী জ্যাকেট। লাল, নীল রঙিন সব জ্যাকেটে মুহূর্তে রঙিন হয়ে ওঠে ব্রিকসের গুরুগম্ভীর মঞ্চ।
উঠল আন্তর্জাতিক নেতাদের পরনে, ব্রিকসের মঞ্চে বাজিমাত করল মোদী জ্যাকেট
ABP Ananda, Web Desk
Updated at:
16 Oct 2016 09:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -