কানপুর: এ আর এক রান অ্যাওয়ে ব্রাইড। তবে বিয়ে পর্যন্ত অপেক্ষা করেছে এই কনে, বিয়ের পরেই গয়নাগাটি নিয়ে পালিয়েছে।
কানপুরের সরোজিনী নগরের শ্যামবাবু বিয়ে করেন দেবারিয়া এলাকার বছর ছাব্বিশের এক তরুণীকে। ২৩ তারিখ হয় বিয়ে। পরদিন সকালে শ্যামবাবুর বাড়ির লোকেরা কনেকে ঘুম থেকে তুলতে গিয়ে দেখেন, চম্পট দিয়েছে সে। সঙ্গে নিয়ে গিয়েছে প্রায় আড়াইলাখ টাকার গয়না ও একটি ব্রিফকেস।
মেয়েটির মোবাইল ফোন সুইচড অফ। তার বাবা মাও জানেন না, সে কোথায় পালাল।
শ্যামবাবু স্থানীয় নাজিরাবাদ পুলিশ স্টেশনে অভিযোহ দায়ের করেছেন। তদন্তে নেমেছে পুলিশ।
কানপুরে বিয়ের রাতে আড়াইলাখ টাকার গয়না হাতিয়ে পালাল নববধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Feb 2017 03:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -